Thursday, March 13, 2025

বিশ্বকাপের যে রীতি প্রথমবার দেখা যাবে আইপিএলে

আরও পড়ুন

সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হয়। প্রথমবারের মতো সেই রীতি চালু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে শুরু হচ্ছে এটি। আসন্ন মৌসুমের আগে ভারতের ৯টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে চ্যাম্পিয়ন কলকাতা।

২১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। তার আগেই ৯টি শহর ঘুরে আসবে ট্রফিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইপিএলের এই ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ।

আরও পড়ুনঃ  শান্তর বেতন ৯ লাখ, দেখে নিন কার কত

আসামের গুয়াহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পাটনা ও পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় এসে শেষ হবে ট্রফি ট্যুর।

কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পাটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় থাকবে আইপিএল ট্রফি।

আরও পড়ুনঃ  মিলারের হবু স্ত্রীকে যে উপহার দিল বরিশাল

সেখানে ভক্তরা যেয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের জন্য নানা রকম খেলার ব্যবস্থাও থাকবে। জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে। ট্রফির সঙ্গে কলকাতার ক্রিকেটাররা যাবেন কি না তা অবশ্য এখনও জানানো হয়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ