Friday, March 14, 2025

মোদিকে যে উপহার দিলেন ইলন মাস্ক, মোদি কী দিলেন

আরও পড়ুন

নরেন্দ্র মোদিকে যে উপহার দিয়েছেন ইলন মাস্ক? সেটা আদতে কী? তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের একাংশের দাবি, মোদিকে আদতে মহাকাশযানের অংশবিশেষ উপহার দিয়েছেন ইলন মাস্ক।

গত ১৩ অক্টোবর স্পেসএক্সের স্টারশিপের পঞ্চম পরীক্ষামূলক উৎক্ষেপণে যে ‘হিটশিল্ড টাইল’ ছিল, সেটাই উপহার হিসেবে মাস্ক মোদিকে দিয়েছেন বলে একটি মহলের তরফ থেকে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মাস্ক হলেন স্পেসএক্সের মালিক, যে সংস্থা স্টারশিপের মাধ্যমে মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া ও নিয়ে আসার কাজ করতে চাইছে। সেইসঙ্গে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর স্বপ্নও আছে স্পেসএক্সের।

আরও পড়ুনঃ  স্যোশাল মিডিয়ায় সফল দম্পতি না দেখাতে মুশতাক-তিশাকে আদালতের নির্দেশ

আর সেই লক্ষ্যে ১৬ জানুয়ারি স্পেসএক্সের স্টারশিপের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। আমেরিকার টেক্সাস থেকে সেই উৎক্ষেপণ করা হয়েছিল। যদিও তাতে পুরোপুরি সাফল্য মেলেনি।

এমন সময়ে মাস্কের সঙ্গে বৈঠকের পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে খুব ভালো বৈঠক হলো। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মহাকাশ, গতি, প্রযুক্তি ও উদ্ভাবনের মতো উনি যে যে বিষয় নিয়ে অত্যন্ত উৎসাহী, তা নিয়ে কথা হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানান, ভারত যে সংস্কারের পথে হাঁটছে, সেটাও জানিয়েছেন মাস্ককে।

আরও পড়ুনঃ  টেকনাফ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ’কে র‌্যাব-১৫ এর আটক

মোদির মার্কিন সফরে বহু প্রতীক্ষিত ইলন মাস্ক-নরেন্দ্র মোদি বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে যদিও মোদির সঙ্গে দেখা করতে সন্তান ও সঙ্গীকে নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাস্কের ১২ জন সন্তানের মধ্যে ৩ জনকে নিয়ে এসে তিনি ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।

এই সাক্ষাৎপর্বে ইলন মাস্কের ৩ সন্তানকে তিনটি বই উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, আরকে নারায়ণের লেখা নিয়ে ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’ বইগুলো ইলন মাস্কের ৩ সন্তানকে উপহার দেন মোদি। এই দৃশ্যের ছবি নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকার কি চাপের কারণে নির্বাচনের দিকে এগোচ্ছে?

ছবিতে দেখা যায়, উপহার পেয়েই সঙ্গে সঙ্গে তা খুলে বইয়ের দিকে মন দিয়েছে ইলন মাস্কের তিন সন্তান। এই গোটা সাক্ষাৎ পর্বের নানান দৃশ্যের ছবি ক্যামেরাবন্দী হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মাস্কের সঙ্গী শিভন জিলিস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ