Wednesday, August 6, 2025

ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি

আরও পড়ুন

ভারতের চাপে পড়ে ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির।

তিনি বলেন, “বিএনপি কেন শুধু ডিসেম্বরেই নির্বাচন চায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা এক মাস আগে, অর্থাৎ নভেম্বরেও চায় না, আবার এক মাস পরে জানুয়ারিতেও চায় না! আমরা সন্দেহ করি, বিএনপি ভারতের চাপে পড়ে সংস্কার ও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়।”

“কারণ, ড. মো. ইউনূস আগামী বছর জুনের আগে সকল গুম-খুনের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এই গুম-খুনের সাথে জড়িত, তারাই মূলত নির্বাচনটা আগে দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করতে চাইছে।”

আরও পড়ুনঃ  ট্রাম্পকে খুশি করতে ১১০ পণ্যে শুল্ক ছাড়!

সোমবার (৯ জুন) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা-১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন শিশির আরও বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। গুম-খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে।

নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি করতে হবে গণপরিষদ নির্বাচন। আর যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি, তাহলে এখানে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ইতোমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।”

আরও পড়ুনঃ  ভারতের সেনা সর্বাধিনায়কের স্বীকারোক্তি, রাজনৈতিক চাপে মোদি সরকার

জয়নাল আবেদিন শিশির বলেন, “বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হল স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায়, সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই।

যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) আছে, তাদের সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত।”

“এছাড়াও ডাকসু, জাকসু, চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে।”

আরও পড়ুনঃ  এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের যে মডেলে নতুন দল করতে চায় ছাত্ররা

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে পরিচিতি সভাটি জনসভায় রূপান্তরিত হয়

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ