Wednesday, August 6, 2025

বোরো ধান ১৫ লাখ টন বেশি আবাদ, আমদানি নাও লাগতে পারে: উপদেষ্টা

আরও পড়ুন

চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

তিনি বলেন, এতো বেশি ধান উৎপাদন হওয়ায় এবার বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে। তিনি আরও বলেন, এর পাশাপাশি আম, আদা ও হলুদের উৎপাদন বেড়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রমজান শুরুর তারিখ জানা যাবে সোমবার

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।

দেশে কৃষি জমির পরিমাণ অনেক কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠানের নামে বিলবোর্ড লাগিয়েছে, অভিযান করে সেগুলো ভেঙে ফেলতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। একে রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি, কতোটা সফল হবো জানিনা। আর খুব বেশি দিন থাকার জন্য তো আমরা আসিনি, চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুনঃ  ১৩ তারিখ হোটেল ডোরচেস্টারে ড. ইউনূস ও তারেকের বৈঠক

এসময় উপস্থিত ছিলেন, ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের (বারটান) পরিচালক রেহেনা আক্তার, নারায়ণঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

পরে উপদেষ্টা বারটানের কম্পাউন্ট ভবনের জমিতে গাছ লাগান

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ