Thursday, August 7, 2025

ভারতে শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ শিশু বিদ্যুৎস্পৃষ্ট

আরও পড়ুন

ভারতের রাজস্থানের কোটায় মহা শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৮ মার্চ) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

ভারতীয় পুলিশ বলছে, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। দুজন শিশু গুরুতর আহত হয়েছে। একজন ১০০ শতাংশ পুড়ে গেছে। সম্ভাব্য সব ধরনের চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিজিবির হাতে ভারতীয় অস্ত্র আটক

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, দুজন গুরুতর শিশুর মধ্যে একজনের ৫০ শতাংশ এবং অন্যজনের ১০০ শতাংশ শরীর পুড়ে গেছে। বাকিরা ৫০ শতাংশের কম পুড়েছে। উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ