Wednesday, August 6, 2025

নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন: এমপি লাবু চৌধুরী

আরও পড়ুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে কাজী শাহ জামান বাবুলের বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২১ ডিসেম্বর৷ বৃহস্পতিবার রাত ৮ টায় উঠান বৈঠকে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডুর সঞ্চলনায় কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কাজী শাহ জামান বাবুলের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন, সতন্ত্র প্রার্থী যিনি দাড়িয়েছেন তারা ক্ষমতায় এলে জনগণের উপর স্টীম-রোলার চালাবে, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান,সাবেক চেয়ারম্যান কবির হোসেনের ঠান্ডু,জিন্নাহ সরদার,জামাল মোল্লা, চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম, আরিফুর রহমান পথিক,ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  নেতা কর্মীদের সাথে মত বিনিময় করলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম

[sc name=”eb” ][/sc]

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ