Thursday, August 7, 2025

বেইলি রোডে অগ্নিকাণ্ড: যে প্রতিক্রিয়া জানালেন মুশফিক

আরও পড়ুন

বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে।

ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা নাড়া দিয়েছে দেশের ক্রীড়াঙ্গণেও। আজ সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আগ্নিকান্ডের এই ঘটনায় নিহত সকলের আত্মার শান্তির জন্য সকলে দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  রানীশংকৈলে চুরির পর নিরাপত্তাহীনতায় প্রবাসীর পরিবার,থানায় মামলা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: যে প্রতিক্রিয়া জানালেন তামিম

মুশফিক লিখেন, ‘ভয়াবহ এবং অগ্নিকান্ডের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকেই রক্ষা করেন।’

এদিকে মুশফিকের মতোই নিহত সকলের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। একই সঙ্গে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় কাজ না পেয়ে ক্ষুধার জ্বালায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ