Wednesday, March 12, 2025

খুলনায় বিএনপির সম্মেলন ২৪ ফেব্রুয়ারি, প্রধান অতিথি তারেক রহমান

আরও পড়ুন

খুলনার সার্কিট হাউজ ময়দানে মহানগর বিএনপির সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান, বুধবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপির নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনে নগরীর পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। পূর্ণাঙ্গকমিটি হবে ১৫১ সদস্যের। সম্মেলন সফল করতে ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, ফকরুল আলম, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ