Monday, March 10, 2025

শেখ হাসিনাকে ডেভিল রাণী বললেন সোহেল তাজ

আরও পড়ুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়াও, ১১,৭০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়, এবং নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল।

সোহেল তাজ তার স্ট্যাটাসের শেষে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “এখন দেখার বিষয় আওয়ামী জোম্বিলবডিলীগ (Zombieleague) এর ব্রেইনওয়াশড জোম্বিরা জাতিসংঘের এই রিপোর্ট এর পর কি ভাবে তাদের জোম্বি/ডেভিল রানীর ছাফাই গাবে”।

আরও পড়ুনঃ  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সিস্টেমেটিকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে অনেক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ