Saturday, March 15, 2025

নির্বাচনে পেশি শক্তি, কালো টাকার প্রভাব চলবে না : ডা. শফিকুর রহমান

আরও পড়ুন

নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রভাব চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাঠিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে নরসিংদীর জেলা জামায়াতের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামির আমির বলেন, নির্বাচন হতে হবে। তবে যেনতেন নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মতো নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রভাব চলবে না। এটা সহজে আসবে না। আমরা বুঝতে পারছি। এর জন্য বড় একটা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।

আরও পড়ুনঃ  বাংলাদেশে পালাবদলে যুক্তরাষ্ট্রের 'ডিপ স্টেটের' ভূমিকা নিয়ে প্রশ্ন, নাকচ করলেন ট্রাম্প

জামায়েতে ইসলামী আমির আরও বলেন, জুলাই-আগস্টে এই জাতিকে একটা ধাক্কা দেওয়া হয়েছে। আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে। অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যেসব লোক ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি, সেসব ভোটারকে তালিকাভুক্ত করতে হবে। জুলাই-আগষ্টের আন্দোলন সফল করতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাকার ছিল।
স্বৈরাচার পতন আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভায়েরা জেলে গেছেন উল্লেখ করে জামায়াতে ইসলামির আমির আমির বলেন, তারা এক সাথে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। তাদের সেলুট জানাই। আমরা এই নির্বাচনে প্রত্যেকটা প্রবাসী ভাইবোনের ভোটাধিকার নিশ্চিত করতে চাই।

আরও পড়ুনঃ  রমজানে স্কুল বন্ধের আদেশ : আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

জামায়াতে ইসলামির আমির আরও বলেন, মাঠ প্রশাসনে যারা আছেন। যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেননি। যাদের হাত থেকে জনগণের পয়সায় কেনা বুলেট জনগণের বুকে বিঁধেছে। আমরা আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ। এখানে কোনো ধানাইপানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুননা কেন? প্রশাসনে সৎ ও দেশপ্রেমিক যারা আছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশবাসী জন্য কাজ করব ইনশা আল্লাহ। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তাবায়নে জামায়াতের আপসহীন লড়াই চলবে।

আরও পড়ুনঃ  আ.লীগ এখন বিজেপির বাংলাদেশি শাখা : ভারতীয় সাংবাদিক

কেন্দ্রী মজলিসে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতের আমির মো. মোছলেহ উদ্দীনের সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ