Wednesday, August 6, 2025

মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

আরও পড়ুন

রাজধানীর আগাসাদেক রোডের ৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর অভিযানে আটকদের মধ্যে কয়েকজন কালবেলা প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তারা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত। অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক খেতে আসা বেশিরভাগই অল্পবয়সী যুবক।

আরও পড়ুনঃ  দেশে একদিনে করোনা শনাক্ত ৫

আটকরা আরও জানান, সালসাগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল।

স্থানীয় দোকানদার রফিক কালবেলা প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়।

আরও পড়ুনঃ  খালেদা জিয়া আপোষ করেননি বলে বিদেশ যেতে পারেননি : ওবায়দুল কাদের

এ অভিযানে সেনাবাহিনী গুঁড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তার ১০ জনকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী।

এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ