Thursday, August 7, 2025

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স

আরও পড়ুন

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পরিকল্পনার প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বার্তাসংস্থ্যা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

বুধবার (২৮ মে) ইন্দোনেশিয়া সফরকালে এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই দীর্ঘমেয়াদে টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। ফ্রান্স এই সংকটে পক্ষপাতহীন অবস্থানে রয়েছে।”

তিনি জানান, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে নিউইয়র্কে গাজা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনের লক্ষ্য হবে—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃত সীমান্ত নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  জোরপূর্বক গুমের ক্ষেত্রে র‌্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব

ম্যাক্রোঁর আগের এক সাক্ষাৎকারে (France 5, ৯ এপ্রিল) তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, প্যারিস ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিতে প্রস্তুত এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের অসন্তোষের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতভেদ আরও বাড়তে পারে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৫টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অধিকাংশ পশ্চিম ইউরোপীয় দেশ, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া এখনও এই স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুনঃ  রমজানে স্কুল বন্ধের আদেশ : আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

গত এপ্রিলেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ১৫ নভেম্বর, প্রথম ইন্তিফাদা চলাকালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ