Wednesday, August 6, 2025

ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ৮ বাংলাভাষীকে পুশইন করল বিএসএফ

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও আটজন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

ভারতের আলিপুরের বিপরীতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে পুশইন হওয়াদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য আখতারুল ইসলাম বলেন, কয়েকজন পুরুষকে বিজিবি সদস্যরা ভারত থেকে আসার সময় আটক করেছে বলে শুনেছি। তবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  সম্পর্ক শেষ, বিরোধীদের সহায়তা করলে মাস্কের ‘গুরুতর পরিণতি’ হবে : ট্রাম্প

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজন বাংলা ভাষাভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে ১৭ জনকে পুশইন করে বিএসএফ

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ