Wednesday, August 6, 2025

ভারত দক্ষিণ এশিয়ার শান্তির জন্য বিপজ্জনক, জাতিসংঘে সতর্কবার্তা

আরও পড়ুন

পাকিস্তান একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্যদের কাছে ভারতের সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য যে হুমকি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে অবহিত করেছে।

প্রতিনিধিদলে ছিলেন তিনজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, দুইজন সাবেক পররাষ্ট্র সচিব, দুইজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং একজন বর্তমান মন্ত্রী। তারা নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে গিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধিদলটি ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ, উসকানিমূলক বক্তব্য এবং ইন্দাস পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে।

আরও পড়ুনঃ  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বৈঠকে বলেন, “ভারতের শহরাঞ্চল লক্ষ্য করে হামলা ও ইন্দাস পানি চুক্তি স্থগিত করা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য মারাত্মক হুমকি।” তিনি আরও বলেন, “ভারত পাকিস্তানকে উদ্দেশ্য করে যে ভিত্তিহীন অভিযোগ তুলছে, তা অগ্রহণযোগ্য।” পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ববর্তী পদক্ষেপের পাশাপাশি পূর্ব-সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে।

প্রতিনিধিদলটি চীনের জাতিসংঘ দূত ফু কংয়ের সঙ্গে বৈঠক করে। বিলাওয়াল চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাশ্মীর ইস্যু সমাধানে চীনের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “ভারতের ইন্দাস পানি চুক্তি লঙ্ঘন ও কাশ্মীর ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ জরুরি।”

আরও পড়ুনঃ  স্যোশাল মিডিয়ায় সফল দম্পতি না দেখাতে মুশতাক-তিশাকে আদালতের নির্দেশ

প্রতিনিধিদলটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠক করবে। তারা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দূতদের যৌথ অধিবেশনেও বক্তব্য রাখবে।

বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, “পাকিস্তান মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি চায়, সংলাপ চায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। কাশ্মীর ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ জরুরি।”

এই প্রতিনিধিদলের সফর পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জনের লক্ষ্যে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ