Thursday, August 7, 2025

কেএনএফ-এর ইউনিফর্ম তৈরিতে সহায়তা, সাবেক সংসদ সদস্যের ভাইসহ চারজন গ্রেপ্তার

আরও পড়ুন

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের একজন হচ্ছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের ছোট ভাই তারিকুল ইসলাম।

সোমবার (২ জুন) রাতে চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি ফেব্রিক্স কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি সাবেক এমপি আব্দুস সালামের মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাফাল নিয়ে এবার দ্বন্দ্বে জড়িয়ে পড়লো ফ্রান্স-ভারত

পুলিশ জানায়, অভিযানে কেএনএফ-এর ইউনিফর্ম তৈরির জন্য প্রস্তুত ১০৭ সেট কাপড় জব্দ করা হয়েছে। এই কাপড় সরবরাহের সঙ্গে কারখানার চার কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার (মাস্টিং) জামালুল ইসলাম এবং সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আতিকুর রহমান। পুলিশের দাবি, এই তিন কর্মকর্তা পরিকল্পিতভাবে কেএনএফের ইউনিফর্ম তৈরির কাজে ব্যবহৃত কাপড় সরবরাহ করেছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্য আটক

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি কেএনএফকে সহায়তাকারী সম্ভাব্য অন্যান্য গোপন নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে কেএনএফ-এর তৎপরতা, হামলা ও অপহরণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে সংগঠনটির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এবারের অভিযানে শিল্পকারখানার আড়ালে সন্ত্রাসী সংগঠনের সহায়তা প্রদানের প্রমাণ উঠে আসায় নিরাপত্তা মহলে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ