Wednesday, August 6, 2025

ঈদের কেনাকাটা হলো না শিশু মাহিমের, সড়কে শেষ পুরো পরিবার

আরও পড়ুন

ঈদে শপিং করে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আট বছরের মাহিম। আবদার মেটাতে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাবা মোস্তফা (৪৩) ও মা সেলিনা বেগম (৩৮) যাচ্ছিলেন ঝিনাইদহ শহরে। পথে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে সড়কেই নিহত হন পরিবারের তিন সদস্য।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা উপজেলার মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ছেলে মাহিমের ঈদ শপিংয়ের আবদার মেটাতে তাকে ও স্ত্রী সেলিনাকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন মোস্তফা। শৈলকুপার ভাটই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিম মারা যায়। গুরুতর অবস্থায় মোস্তফা ও সেলিনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  তীব্র শৈত্য প্রবাহের কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ