Saturday, March 15, 2025

আমরা কওমি মাদরাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই: শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

কওমি মাদরাসা বন্ধ করার কোনো কথা বলেননি জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কওমি মাদরাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ‘বিকৃত করে একটি মহলের প্রচারণা’র বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি কওমি মাদরাসা বন্ধের কথা বলেননি। আমরা কওমি মাদরাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায়।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য বিকৃত করে একটি মহলের প্রচারণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড় হতে পারে

সর্বশেষ সংবাদ