গাজায় মানবসৃষ্ট অনাহার আর দুর্যোগের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই পরিস্থিতিতে অবাধ ত্রাণ প্রবাহের জন্য অস্থায়ী বন্দর নির্মাণের সরঞ্জামসহ গাজা অভিমুখে রওয়ানা হয়েছে চারটি মার্কিন জাহাজের বহর।
জাতিসংঘ মহাসচিবের আহ্বান উপেক্ষা করে তৃতীয় রোজায়ও গাজায় বোমাবর্ষণ ও অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ধরপাকড় চালাতে গিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রতিরোধের মুখে পড়ে দখলদার সেনারা। পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক চাপেও গাজায় হামলা বন্ধ হবেনা বলে আবারো জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এভাবে রাফা শহরকে গুড়িয়ে দিলে গাজায় স্থিতিশীলতা ফিরবে না বলে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের কৌশলী বর্বরতার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন ইইউ পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল। তিনি বলেছেন, ত্রাণের বহরে বাধা দিয়ে অনাহারের পরিস্থিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাজায় মানবসৃষ্ট অনাহার মোকাবেলায় আকাশ পথে ত্রাণ সামগ্রী ফেলছে মিশর, আরব আমিরাত ও জর্ডান।
এদিকে, খাবারের কষ্ট দূর করতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের সরঞ্জামসহ চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে রওয়ানা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ৬০ দিনের ভেতরে ভূমধ্যসাগরে বন্দরটি নির্মাণ শেষ হলে প্রতিদিন ২০ লাখ মানুষের খাবার সরবরাহ করা সম্ভব হবে। সূত্র: ইইউ অবজারভার