Sunday, August 3, 2025

ইয়েমেনের ৩ বন্দর খালি করতে বলল ইসরায়েল

আরও পড়ুন

ইয়েমেনের তিনটি বন্দর খালি করার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েল। ওই তিনটি বন্দরই দেশটির হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে খুব দ্রুত এসব এলাকায় হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী।

টাইমস অব ইসরায়েল বলছে, হুতি-নিয়ন্ত্রিত বন্দরগুলোর জন্য “জরুরি” স্থানান্তরের সতর্কতা জারি করেছে আইডিএফ। সম্ভাব্য বিমান হামলার আগে, ইয়েমেনের তিনটি হুতি-নিয়ন্ত্রিত বন্দরের জন্য এই “জরুরি” স্থানান্তরের সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই পশ্চিম উপকূলের রাস ইসা, হোদেইদাহ এবং সালিফ বন্দরের বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য সতর্ক করেছেন।

আরও পড়ুনঃ  গাজায় মানবসৃষ্ট দুর্যোগের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করলো ইইউ

তিনি বলেছেন, হুতি যোদ্ধারা তাদের কর্মকাণ্ডের জন্য বন্দর ব্যবহার করছে। আমরা এই বন্দরগুলোতে উপস্থিত সবাইকে সরিয়ে নেয়ার এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের সুরক্ষার জন্য এসব এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছিআইডিএফ অতীতেও বন্দরগুলোর জন্য একই রকম সতর্কতা জারি করেছে এবং বেশ কয়েক দিন পরে সেসব এলাকায় হামলা চালিয়েছে।

হুতিদের উপর সর্বশেষ ইসরায়েলি বিমান হামলার পর থেকে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে একটি ড্রোন নিক্ষেপ করেছে। সোমবার সন্ধ্যায় ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর আগেই ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ