Sunday, March 16, 2025

আওয়ামী লীগের কর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়ার সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশেষ ফোন কল ফাঁস

আরও পড়ুন

গেল ৫ আগস্ট সাবেক স্বৈরাচার আওয়ামী লীগের শেখ হাসিনা ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।

এবার সাবেক সেই স্বৈরাচারের দোসর গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ফোন কলে দেখা যায় সাবেক এই স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর ফোন কলে নেতাকর্মীদের ধৈর্য ধরার কথা বলে তিনি বলেন আমাদের সব টিম রেডি আছে।আমাদের সম্রাট ভাই এখানে আছে।

আরও পড়ুনঃ  ছাত্র নেতাদের হুঁশিয়ারি গাজীপুর মুক্ত করতে আসছি আমরা

রাজধানীতে আমরা থাকতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন।আমাদের ইতিহাসে যেন আর থুুথু না পড়ে।পদ বড় নয় আদর্শ বড় উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন।কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন।

ছয় মিনিটের ফোন কলে তিনি আরো বলেন আমাদের সবার নামে মার্ডার মামলা দিছে।এভাবে একটা মানুষ বাঁচতে পারে না।সব জেলার সাথে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময়মতো মূল ব্যাক্তিদের কাছে ম্যাসেজটা চলে যাবে।আমরা সময়মত বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক।আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি,আপনারা তার রেজাল্ট পাবেন।

আরও পড়ুনঃ  নির্বাচনে এসে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: চুন্নু

ফোন কলের স্ক্রীনে জাহাঙ্গীর ছাড়া ও ফারুক আহমেদ অপু, তারেক,তাজুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিকলীগ মেহেরপুর,ইকরাম,নাবিল,জুয়েলসহ আরো অনেকের নাম দেখা যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ