Wednesday, August 6, 2025

সাইফের ওপর হামলার নেপথ্যে কারিনা!

আরও পড়ুন

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় যেমন নড়েচড়ে উঠেছিলেন অনেকে তেমনই সন্দেহ করার লোকের সংখ্যাও কম ছিল না। বিশেষ করে ছুরির ছয় কোপের পাঁচ দিন পর অভিনেতার চাঙাভাব অনেককে প্রশ্ন তুলতে সহায়তা করেছে। এবার বিস্ফোরক মন্তব্য বলিউডের স্বঘোষিত সিনে সমালোচক কমল আর খান।

তিনি লিখেছেন, “সাইফকে ছয়বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।’’

আরও পড়ুনঃ  জনগণের রাজনীতি করতে চাইলেই দল ভাঙার চেষ্টা করে সরকার: জিএম কাদের

এদিকে গুঞ্জন চলছে সাইফের ওপর হামলার নেপথ্যে তার স্ত্রী কারিনা। তবে সেসবেরত বিপরীতে মুখ খোলার প্রয়োজন মনে করেননি। তবে দিয়েছেন একটি রহস্যময় পোস্ট।

তিনি লিখেছেন, “বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।”বেবোর এই পোস্টের পর-ই সরব হন কমল।

আরও পড়ুনঃ  এবার বেঁকে বসলেন বিলাওয়াল

হামলার দিন রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেন শরীফুল। ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ