Wednesday, April 30, 2025

আমিরাত থেকে ‘স্বপ্ন’ নিয়ে দেশে ফিরলেন ড. ইউনূস

আরও পড়ুন

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি, আরও শ্রমিক নেওয়া ও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথা জানিয়ে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস।
সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পাচঁটায় দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। তাকে বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুনঃ  মোদির মুখের ওপরেই শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

এর আগে দুবাই এয়ারপোর্টে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহোল আল ফালাসি।

দুই দিনের সফরে ওয়ার্ল্ড গর্ভমেন্ট সামিটে যোগ দেয়ার পাশাপাশি সাইড লাইন বৈঠকে আমিরাতের স্বাস্থ্য, বাণিজ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার আহ্বান জানান ড. ইউনূস।

এছাড়া দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরসহ শিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাতের বিনিয়োগকারীদের সাথে আলোচনাও করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ