Thursday, August 7, 2025

জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

আরও পড়ুন

বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছে দেদার। মুসলিম উম্মাহর কাছে জমজমের পানি হলো ঐতিহ্য আর বরকতের এক মিশেল হওয়ায় মানুষও কিনেছেন দেদার। ‘জমজমের’ নামের সাধারণ পানি বিক্রি করায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরা।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এসময় এক প্রতারককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ১৪ দিনের ভালোবাসায় ১৬ বছর পার করলেন বেবি আক্তার

কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে লক্ষ্য করে একটি বাড়ি থেকে বোতলজাত পানি গাড়িতে তোলা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

তল্লাশিতে ‘জমজম’ লেবেল লাগানো বহু প্লাস্টিক বোতল ও কার্টন জব্দ করা হয়, যেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এসব পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক।

গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। সেই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি জাল ইনভয়েস তৈরি করছিল এবং সাধারণ জনগণকে ধোঁকা দিচ্ছিল।

আরও পড়ুনঃ  জানা গেল যে কারণে নয়াপল্টনে আগামীকাল সমাবেশ ডেকেছে: বিএনপি

এ ঘটনার পর শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাড়িটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃতসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে পুলিশের মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো প্রতারণার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো খাদ্য বা পানীয় কেনার আগে উৎস যাচাই করা জরুরি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ