Friday, June 27, 2025

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৩ ইসরায়েলি সেনা নিহত

আরও পড়ুন

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৩ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১৬:১৫, ০৩ জুন ২০২৫
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৩ ইসরায়েলি সেনা নিহতX
হামাসের হামলায় নিহত ইসরায়েলি ৩ সেনা। ছবি: টাইমস অব ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার (২ জুন) সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় আরও দুই ইসরায়েলি সেনা আহত হন।

আরও পড়ুনঃ  নুসরত বাদ, নতুন প্রার্থীর নাম ঘোষণা মমতার

রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে সোমবার হামাসের সশস্ত্র শাখা জানায়, তাদের যোদ্ধারা উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

গত ১৮ মার্চ প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরুর পর এটিকেই ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করা হচ্ছেনিহত সৈন্যরা হলেন— স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০), এবং স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেল্ডার (২২)।

আরও পড়ুনঃ  আমাদের জন্য দোয়া করিস, বেঁচে ফিরলে দেখা হবে: জিম্মি জাহাজ থেকে নাবিক

এদিকে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ গভর্নরেটে ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ স্থানে দখলদারদের হামলায় কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

২৭ মে থেকে গাজার ত্রাণপ্রার্থীদের ওপর গণহত্যার ঘটনায় একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ