Wednesday, August 6, 2025

ড. ইউনূসকে অপমান করা হলে আমরা বসে থাকব না, হুঁশিয়ারি যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের

আরও পড়ুন

নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে এক বিবৃতিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তারা জানায়, রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে ড. ইউনূসের আগমনকে একটি সম্মানজনক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরকালে তাঁকে ‘কিং চার্লস অ্যাওয়ার্ড’ প্রদান করার ব্যাপারে রাজার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এক মুখপাত্র বলেন, “আমরা টিট ফর ট্যাট পলিটিক্সে বিশ্বাস করি না। তবে কেউ যদি রাজনৈতিক স্বার্থে ড. ইউনূসকে হেনস্তা বা অপমান করতে উদ্যোগী হয়, তাহলে আমরা বসে থাকবো না। কারণ, এই সফর আমাদের কমিউনিটির সম্মানের বিষয়।”

আরও পড়ুনঃ  নিজেদের কত সৈন্য মারা গেল জানাল ভারতের সেনাবাহিনী

তিনি আরও বলেন, “যারা তাঁর পেছনে পড়ে তাকে লাঞ্ছিত করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে। তবে আমরা চাই, প্রতিবাদ হলে তা যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে হয়। আইন ও শালীনতার বাইরে কিছু ঘটলে আমরা তা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব।”

ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকজন বলেন, “আমরা তাঁকে হারাতে চাই না। তিনি সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের যে অঙ্গীকার করেছেন, বিশেষ করে গত জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁকে সহায়তা করব।”

আরও পড়ুনঃ  অনুপ্রবেশের অভিযোগে জনতার হাতে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

ড. ইউনূসের সফরকে ঘিরে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে বলে জানান কমিউনিটির অন্যান্য সদস্যরাও

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ