Saturday, March 15, 2025

আয়নাঘর সন্ধানে ফায়ার সার্ভিস, সেচে ফেলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সাম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মিললে অয়নাঘর হিসেবে দাবি করেছিলে আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ মানুষ।

এমন দাবি প্রেক্ষিতে ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে পানি তোলার এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুনঃ  আহতদের দেখতে হাসপাতালে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে যে পানিটা সেটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি।

এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি জানিয়ে তিনি বলেন, ভবনটা নতুন। এখনো নির্মাণাধীন। পানিটা দেখে খুব বেশিদিন আগের পুরাতন পানি মনে হচ্ছে না। পানি তোলার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ