Wednesday, August 6, 2025

গাজার উদ্দেশে বেরিয়ে পড়েছে তুর্কি জাহাজ

আরও পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। ফলে গাজায় চরম মানবিক সংকট বিরাজ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বিশ্বনেতারা বারবার সতর্ক করার পরও থামছে না ইসরায়েলি বাহিনী। উল্টো ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও তারা হত্যা করছে।

এই অবস্থায় তুর্কি রেড ক্রিসেন্টের সরবরাহ করা তিন হাজার টন খাদ্য, ওষুধ এবং অন্যান্য সাহায্য নিয়ে একটি জাহাজ মিসরের দিকে যাত্রা শুরু করেছে। মিসরীয় রেড ক্রিসেন্টের সমর্থন ও সহযোগিতায় এসব খাদ্য গাজায় পৌঁছানো হবে। এই খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

আরও পড়ুনঃ  গাজায় মানবসৃষ্ট দুর্যোগের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করলো ইইউ

পত্রিকাটির খবরে বলা হয়েছে, তুরস্কের এই সহায়তা রমজানের শুরুতে ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার আশা জোগাবে। এ বিষয়ে তুর্কি রাষ্ট্রদূত সেলিহ মুতলু সেন বলেন, জাহাজটি তুরস্কে ফিরে আসার পর পুনরায় ভরাট করে গাজায় পাঠানো হবে। আগামী ২৬ মার্চ জাহাজটি ফিরে আসতে পারে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সাড়ে তিন হাজার অবৈধ বসতি নির্মাণে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।

প্রথমবারের মতো ইয়েমেনের হামলায় ২ নাবিক নিহত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, পশ্চিম তীরের বিশাল অংশকে ইহুদিকরণে ইসরায়েলের প্রচেষ্টা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং সম্ভাব্য দ্বি-রাষ্ট্র সমাধানকে ক্ষুণ্ন করেছে।

আরও পড়ুনঃ  ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল: ভারতের হৃদয় ভেঙে হেক্সা মিশন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

এর আগে গাজার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি শতাব্দীর অন্যতম ‘নিকৃষ্ট বর্বরতা’ বলেও আখ্যায়িত করেছেন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, ফিলিস্তিনিদের ওপর এই বর্বরতা ‘পশ্চিমা শক্তির সীমাহীন সমর্থনে’ ঘটছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের অবশ্যই আইন ও জনসাধারণের বিবেকের সামনে প্রতি ফোঁটা রক্তের জন্য জবাবদিহি করা হবে।

এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি দখল করে আছে ইসরায়েল, এটি সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি।

আরও পড়ুনঃ  ইতিহাসে মাত্র একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি

উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ