Wednesday, August 6, 2025

স্যার টাকা লাগবে না! আমি টাকা নিলে মানুষে মন্দ কইবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে একটি ব্যতিক্রমধর্মী ও আবেগঘন দৃশ্যের জন্ম হয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্টেশন পরিদর্শনে এসে যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এক ছিন্নমূল কিশোরকে বুকে জড়িয়ে ধরেন এবং তার খোঁজখবর নেন। ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের হৃদয়ে নাড়া দেয়।

কমলাপুর রেল স্টেশন পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যাত্রীদের সঙ্গে কথা বলেন, তারা টিকিট পেতে বা যাতায়াতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তা জানার চেষ্টা করেন। এরপর তিনি স্টেশন এলাকা ত্যাগ করার সময় একটি দৃশ্য সবার নজর কাড়ে।

আরও পড়ুনঃ  ভোট কিনতে গিয়ে গণপিটুনি খেলেন মেয়র

একজন পথশিশুর পাশে এসে দাঁড়ান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাড়ি থেকে নেমে তিনি কিশোরটিকে বুকে টেনে নেন, তার সঙ্গে কথা বলেন এবং কিছু টাকা দিতে চান। কিন্তু কিশোরটি বিনয়ের সঙ্গে টাকা নিতে অস্বীকৃতি জানায়।

তার ভাষায়—
“স্যার টাকা লাগবে না। এরা দেশ চালাইতেছে, আমি টাকা নিলে মানুষে মন্দ কইবে। দোয়া দিলেই চলবে।”

এই কথাগুলো অনেককেই নাড়া দেয়। উপস্থিত জনতা ও সংবাদকর্মীদের সামনে কিশোরটি জানায়, তার নাম রামিন, বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। সে জানায়, সে এখানে কিছু করে না, বাড়ি যাবে। সকালে ভাত খেয়েছে, এখন কিছু দরকার নেই। আবারও জিজ্ঞেস করা হলে সে বলে,
“টাকা নিলে গুনাহ হইব। দোয়া দিলে হইব।”

আরও পড়ুনঃ  রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিয়েছে সরকার’

এই ঘটনা কেবল একজন মন্ত্রীর মানবিক রূপই নয়, একজন পথশিশুর আত্মসম্মানবোধ, সততা ও বিশ্বাসকেও সামনে এনেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন আন্তরিক আচরণ এবং কিশোরের এমন মানবিক উত্তর সমাজে এক ভিন্নধর্মী বার্তা পৌঁছে দেয়, মানবতা এখনো হারিয়ে যায়নি।

কমলাপুর পরিদর্শন শেষে উপদেষ্টা মহাখালী বাস টার্মিনালে যান, সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিজ্ঞতা জানার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ