Wednesday, August 6, 2025

ঈদের ১০ দিন রাজধানীতে কড়া নজর, পুলিশের ছুটি বাতিল

আরও পড়ুন

ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার—জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে, ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ‘চাঁদাবাজি যেই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তায় বাসে ওঠার সময় ছবি তোলার নির্দেশনার কথাও জানান উপদেষ্টা, যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি করতে না পারে।

আরও পড়ুনঃ  আমিরাত থেকে ‘স্বপ্ন’ নিয়ে দেশে ফিরলেন ড. ইউনূস

তিনি আরও বলেন, ‘ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস। তিনি বলেন, ‘পরিবহনে চাঁদাবাজি দমনে পুলিশ হোক, রাজনৈতিক প্রভাব থাকুক বা না থাকুক—প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ